BY- Aajtak Bangla
29 June, 2025
অনেকেই জানেন না পশ্চিমবঙ্গের নিজের একটা ‘রাজ্য পশু’ রয়েছে! শুনলে অবাক হবেন।
রাজ্য পশু?
রাজ্যের পরিচয় বহন করে মেছো বিড়াল। ইংরেজিতে যাকে বলা হয় *Fishing Cat।
পশ্চিমবঙ্গের
মেছো বিড়ালের বৈজ্ঞানিক নাম হল Prionailurus viverrinus।
বৈজ্ঞানিক নাম
সাধারণ বিড়ালের চেয়ে বড়। শরীরে ছোপ ছোপ দাগ। গায়ে ধূসর-বাদামি লোম।
কেমন দেখতে?
জলাভূমি, নদীর ধারে ও খাঁড়ি এলাকায় মেছো বিড়ালের বাস। সুন্দরবনেও দেখা যায়।
কোথায় থাকে
এরা মাছ ধরায় খুব পটু। জলেতে দারুণ সাঁতার কাটতে পারে।
মাছ ধরে
মেছো বিড়ালের থাবায় থাকে বিশেষ চামড়া, যা জলে চলাফেরা সহজ করে।
পায়ের চামড়া
পরিবেশ ধ্বংস ও মানুষের হস্তক্ষেপে কমে যাচ্ছে এই প্রজাতি।
বিপন্ন
মেছো বিড়াল সংরক্ষণের জন্য কাজ করছে বন দফতর ও বিভিন্ন সংস্থা।
সরকারের উদ্যোগ
যেমন বাঘ আমাদের জাতীয় গর্ব, তেমনই মেছো বিড়াল পশ্চিমবঙ্গের গর্ব।
গর্বের পরিচয়