BY: Aajtak Bangla 


গরমে বাংলায় ঘুরতে যাওয়ার ৬ ঠিকানা 

10 APRIL 2023

সামনেই গরমের ছুটি

শীত ও বসন্ত শেষ হয়ে গিয়েছে,শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের দাবদাহ‌। সামনেই স্কুল কলেজে শুরু হবে গরমের ছুটি। 

গরমের ছুটিতে ঘুরতে যাওয়া

প্রচন্ড কাঠফাটা রোদে মন সঙ্গ দেবে না কর্মক্ষেত্রে, তখন মনে হবে ব‍্যস্ত জীবন থেকে এক টুকরো শান্তির খোঁজে বেড়িয়ে পড়ি।

কোথায় ঘুরতে যাবেন

আপনাদের জন্য রইল এই গ্রীষ্মের ছুটিতে বাংলায় ঘুরতে যাওয়ার ৬ টি সেরা জায়গার তালিকা।

 মিরিক

পাইন গাছের সারি দিয়ে ঘেরা পাহাড়ি গ্রাম হল মিরিক। যদি আপনি পাহাড়প্রেমী হন, তাহলে নিঃসন্দেহে মিরিক আপনাকে আকর্ষণ করবেই। 

 কার্শিয়াং

গরমের ছুটিতে পাহাড়ের হাতছানি উপেক্ষা করা এক দুরূহ ব্যাপার। তার ওপরে যদি সেটা কার্শিয়াং এর মতো জায়গা হয়, তাহলে তো বলার অপেক্ষাই রাখে না।

দার্জিলিং

বাঙালির কাছে দার্জিলিং এবং গরমের ছুটির সম্পর্কটা অনেকটা রবিবারের আলস্য ভরা দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাত এবং মাংসের মতো।

ডুয়ার্স-লাটাগুড়ি-চালসা

গরমে ঘুরেই আসতে পারেন ডুয়ার্স। জঙ্গল মাঝে  সবুজের কোলে কয়েকটা দিন নিরিবিলিতে ভালই কাটবে।


দিঘা-মন্দারমণি-তাজপুর

বাঙালি মানেই সমুদ্র  প্রেমী।  তা সে দিঘা হোক কিংবা মন্দারমণি বা তাজপুর। উইকেন্ডের ২-৩ দিন একেবারে জমে যাবে।

শান্তিনিকেতন

এমনিতেই বাঙালিদের অন্যতম পছন্দের জায়গা শান্তিনিকেতন। লালমাটির দেশে যে রয়েছে বাঙালির আবেগ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া।

শীত ও বসন্ত শেষ হয়ে গিয়েছে,শুরু হয়ে গিয়েছে গ্রীষ্মের দাবদাহ‌। সামনেই স্কুল কলেজে শুরু হবে গরমের ছুটি। প্রচন্ড কাঠফাটা রোদে মন সঙ্গ দেবে না কর্মক্ষেত্রে, তখন মনে হবে ব‍্যস্ত জীবন থেকে এক টুকরো শান্তির খোঁজে বেড়িয়ে পড়ি। আপনাদের জন্য রইল এই গ্রীষ্মের ছুটিতে বাংলায় ঘুরতে যাওয়ার ৬ টি সেরা জায়গার তালিকা।