12th November, 2024

BY- Aajtak Bangla

চোখে ঘুম নেই, শীতে ল্যাজ গুটিয়ে পড়ে থাকে এই সাপ, চিনুন

আর কয়েক দিনের মধ্যে শীত প্রবেশ করবে। আর সাধারণত শীতের সময় সাপের উপদ্রব কমে।

কারণ এই সরীসৃপ জাতীয় প্রাণীরা শীতকালে ঘুমোয়।

কিন্তু সর্প বিশারদেরা জানাচ্ছেন শীতকালেও সাপের উপদ্রব বাড়ে। তবে সেটা ধানজমিতে।

সাপের ভয়ে পাকা ধান কাটতে রাজি হয়না ধান কাটার শ্রমিকরা। জমিতে শীত পড়লে রোদ পোহাতে আসে বিভিন্ন বিষধর সাপ।

তবে আতঙ্কিত না হয়ে সতর্ক থেকে ধান কাটার পরামর্শ দিয়েছে সাপ বিশেষজ্ঞ।

ধানের জমিতে চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার সাপের উপদ্রব দেখা যায়।

তবে সাপের হাত থেকে বাঁচতে ফসলের খেতে জিন্সের প্যান্ট, হাতে গ্লাভস ও গামবুট জুতা পরে নামতে পারে শ্রমিকরা।

কারণ এই শীতকালে সাপ ধানের গোড়ায় ঘাপটি মেরে শুয়ে থাকে আর সেই সময় ধান কাটতে গেলে হাতে কামড় দিতে পারে।

তাই একটি লাঠি এবং এই ধরনের গ্লাভস বা জুতা ব্যবহার করে যদি ধানগুলি কাটাকাটি করি তাহলে সাপের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে।

এই সাবধানতা নেওয়ার পরেও যদি সাপে কামড়ায়, তবে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন ওই সাপ বিশেষজ্ঞ।