9 January, 2025

BY- Aajtak Bangla

দেশিই ভালো, কমোডে পায়খানা-প্রস্রাবের কারণে এই সব রোগ হচ্ছে শরীরে

  কমোড এখন সব বাড়িতেই আছে। অফিস থেকে পাবলিক শৌচালয়েও এখন বসেছে কমোড।

জানলে অবাক হবেন, কমোডের কারণে নানা রোগবালাই হতে পারে। কী কী জেনে নিন।

ওয়েস্টার্ন টয়লেট ব্যবহারের কারণে হতে পারে কোষ্ঠকাঠিন্য।

চেয়ারের মতো বসার কারণে মলাশয় পরিষ্কার হয় না। পেটে চাপ পড়ে না। তাই কোষ্ঠকাঠিন্য বাড়ছে।

সংক্রমণের ঝুঁকি বেশি। ত্বক টয়লেট সিটের সরাসরি সংস্পর্শে আসে। সিটে অনেক জীবাণু থাকে। 

মহিলাদের সংক্রমণের ঝুঁকি বেশি। টিস্যু পেপার ব্যবহার করার সময় অসাবধানতার কারণে যোনিতে লেগে লেগে সংক্রমণের ঝুঁকি।

কমোডে পুরুষরা দাঁড়িয়ে প্রস্রাব করেন। ফলে সিটে লেগে থাকতে পারে। সেই সিটেই মহিলা বসলে সংক্রমণ।

কমোডে মল তাড়াতাড়ি বেরোয় না। ফলে মলদ্বারে চাপ পড়ে। এতে অর্শ বা পাইলস হওয়ার ভয় থাকে। 

মলদ্বারে মলের একাংশ থেকে যেতে পারে। যা পরে সংক্রমণ এমনকি ফিসচুলার মতো রোগ সৃষ্টি করে।

বিশেষজ্ঞরাই বলছেন, কমোডের থেকে ভারতীয় টয়লেট ব্যবহারই অনেকগুণ ভালো।