BY- Aajtak Bangla

বাথরুম ভিজে থাকলেই সর্বনাশ, কী ভুল করছেন জানেন?

20th August 2024

বাথরুম ভিজে থাকবে না তা কি হয়? বাথরুমে জল পড়বে, ভিজে থাকবে সেটাই স্বাভাবিক।

তবে অনেক বাথরুম এমন থাকে যে সেখানে সারাদিন জল থাকে। শুকোনোর সুযোগই দেওয়া হয় না। 

বাস্তু মতে এটা মোটেও ঠিক নয়। এতে মারাত্মক ক্ষতি হয়।

বাস্তুমতে বাথরুম নিয়ে বেশ কয়েকটা নিয়ম অবশ্যই মেনে চলা দরকার। তা না হলে পরিবারের অমঙ্গল হয়। 

বাথরুম ভিজে রাখলে পরিবারের আর্থিক ক্ষতি হতে পারে।

কেউ দেনায় ডুবে থাকলে বাথরুম ভিজে রাখা একদম উচিত নয়। তাহলে দেনা আরও বাড়ে। 

বাস্তুবিদরা বলেন, কখনও টয়লেট ও বাথরুম একসঙ্গে বানানো উচিত নয়। 

টয়লেট ও বাথরুম একসঙ্গে বানালে বাড়িতে অসুখ বাসা বাঁধতে পারে। 

বাস্তুমতে, বাথরুম ও টয়লেটের মধ্যে সব সময় কিছুটা দূরত্ব রাখা দরকার। নিদেরপক্ষে একটা পর্দা অবশ্যই রাখা উচিত।