BY- Aajtak Bangla
8 September, 2024
রুই ভারতের গঙ্গা নদীর অববাহিকায় সর্বপ্রথম পাওয়া যায়।
রুই মাছ মিঠা জলের মাছ, সাধারণত পুকুর ও নদীতে থাকে।
রুই মাছের ওজন ২ থেকে ৪ কেজি পর্যন্ত হতে পারে, তবে কিছু বড় রুই ১০ কেজি পর্যন্ত হয়।
রুই মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা হৃদরোগ প্রতিরোধে সহায়ক।
রুই মাছ ৬ থেকে ৮ মাসের মধ্যে পূর্ণাঙ্গ আকারে পৌঁছায়।
রুই মাছের বংশবৃদ্ধির জন্য বর্ষাকাল উপযুক্ত সময়।
রুই মাছ কার্প পরিবারের সদস্য। এই জাতের মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়।
রুই মাছের বৈজ্ঞানিক নাম Labeo rohita। ইংরাজিতে এই মাছকে Rohu Fish(রহু ফিশ) বলে।
মাছের শরীরের উপরের অংশের রঙ কালচে সবুজ এবং পেটের অংশ সাদা। এটা দেখেই অন্য কার্পের থেকে একে আলাদা করা যায়।