10 October, 2023

BY- Aajtak Bangla

মহালয়ায় কী করবেন ও কী করবেন না, জেনে নিন

আর কয়েকদিন পরই মহালয়া। পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের শুরু। 

মহালয়া চলে আসা মানেই পুজো চলে আসা। মহালয়ায় এমন কিছু কাজ আছে যেগুলি আমাদের করা উচিত এবং করা উচিত নয়। 

জেনে নিন মহালয়ার দিন আমদের কী করণীয় এবং কী করণীয় নয়।  

যেগুলি করা উচিত নয়: - এই দিন কোন শুভ কাজ শুরু না করাই ভালো। বাড়ি, গাড়ি কেনা বা বিয়ের কথা বা ব্যবসা শুরু করার কথা তোলা উচিত হবে না। 

- এই শুভ দিনে কোন আমিষ খাবার খাওয়া উচিত হবে না। - যারা তর্পণ করবেন তাঁরা যাতে ভুলেও চুলদাঁড়ি না কাটেন।

যেগুলি অবশ্যই করা উচিত: - ভোরে ঘুম থেকে উঠতে হবে। - যারা তর্পণ করবেন তাঁদের অবশ্যই ধুতি পড়তে হবে। খালি পেটে তর্পণ করতে হবে। 

- এই শুভ দিনে পারলে জিনিস দান করুন। গরীবদের জন্য বস্ত্র বা খাবার দান করতে পারেন। - এ দিন রামায়ণ, মহাভারত, গীতা পড়তে পারেন। 

- এই দিনে পশুপাখিদেরও খাওয়াতে পারেন।