30  March  2025

BY- Aajtak Bangla

১০ বছর বয়সের আগে শিশুকে এগুলো অবশ্যই শেখান, তবেই ভালো থাকবে  

প্রতিটি বাড়িতেই শিশু থাকে। মা-বাবা তাঁদের শিশুদের ভালো রাখতে চান। তারা যেন সব সুবিধা পেতে পারে, সেই ব্যবস্থা করেন। 

তবে শিশুদের ভালো রাখতে চাইলে তাদের বয়স ১০ বছর হওয়ার আগে একাধিস জিনিস শেখাতে হবে।

যেমন শিশুকে আত্মরক্ষার কৌশল শেখান। সে ছেলে হোক বা মেয়ে হোক। তারা রাস্তাঘাটে বা পরিবার পরিজনদের কাছে যৌন নির্যাতনের শিকার হলে কী করবে, সেই সব শেখান।

বাড়ির ঠিকানা ও ফোন নম্বর শিশুকে মুখস্থ করান। রাস্তাঘাটে যদি সে হারিয়ে যায় বা বিপদে পড়ে তাহলে সে যেন বাড়ি ফিরে আসতে পারে।

সমাজের বা পারিপার্শ্বিক চাপে পড়ে যে যেন কোনও কাজ না করে সেজন্য তাকে না বলতে শেখান। 

খেলতে গিয়ে যদি কেটে ছড়ে যায় তাহলে সেই সময় কী করণীয় তা শেখান বাচ্চাকে। 

অর্থের ব্যবহার সম্পর্কে বাচ্চাকে সচেতন করুন। সে যেন টাকার অপচয় না করে, সেটা শেখান। অর্থের অপচয় করলে ভবিষ্যৎ খারাপ হতে পারে।

ছোটো থেকে বাচ্চাকে হাতের কাজ শেখান। যেমন টুকটাক সব্জি কাটানো শেখানো, ম্যাগি বানানো ইত্যাদি। 

বাচ্চাকে মানচিত্র দেখানো শেখান। মাঝে মাঝে বাড়ির আশপাশের এলাকায় নিয়ে যান। যাতে সে অবগত থাকতে পারে।