5 January, 2025
BY- Aajtak Bangla
জাপানি তেল। বিজ্ঞাপন দেখে সকলেই জানেন। কী কী দিয়ে তৈরি হয় এই তেল?
'আয়ুর্বেদিক ভায়াগ্রা' বলে দাবি করা হয় এই তেলকে। এই তেলের সঙ্গে জাপানের কোনও যোগ নেই।
এই তেল প্রস্তুতকারক সংস্থার দাবি, নানা ধরনের গাছগাছালি থেকে তৈরি হয় এই তেল। কী কী?
এই উপকরণগুলির মধ্যে অন্যতম হল অশ্বগন্ধা। যুগ যুগ ধরে পুরুষত্ব বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে আসছে।
অশ্বগন্ধা ছাড়াও নানা থাকে লবঙ্গ। এই লবঙ্গও যৌবনবর্ধক। এছাড়া আছে তিলের তেল এবং সর্ষের তেলও।
জাপানি তেলে থাকে জলপাই তেল, তিলের তেল,সর্ষের তেল, চামেলি ফুলের তেল এবং কার্পাস বীজের তেল।
এছাড়া এতে থাকে জাফরান, অশ্বগন্ধা, লবঙ্গ, কেশর, হিং,গোলমরিচ, আকরকরা শিকড়, জ্যোতিস্মতি বীজ এবং হরতাল ভস্ম।
জাপানি তেল আদৌ যৌবনবর্ধক কিনা, তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।
অনেকেই বলেন, এতে সাময়িকভাবে কাজ দিলেও দীর্ঘমেয়াদী ক্ষতি বেশি। পক্ষে ও বিপক্ষে রয়েছে নানা যুক্তি।
আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা বলছেন, যৌবন ধরে রাখতে চাইলে ব্যায়াম, ভালো আহার, নেশামুক্ত জীবন ও গভীর ঘুম দরকার।