10 DEC, 2024
BY- Aajtak Bangla
আমরা AI-র কাছেও এই প্রশ্ন রেখেছিলাম। উত্তরে যা পাওয়া গেছে, তাতে এই ধাঁধার সমাধান করে দিতে পারে।
AI জানিয়েছে এমনও হতে পারে, যে ডিম থেকে মুরগি বা মোরগের জন্ম হয়েছে, তা অন্য কোনও পাখির দেওয়া ডিম। যা সময়ের পরিবর্তনের কারণে আজকের মুরগি হয়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে। আজকের মুরগি সেই পরিবর্তনের ফল।