10 DEC, 2024

BY- Aajtak Bangla

পৃথিবীতে ডিম আগে এসেছে নাকি মুরগি? এতদিনে জানা গেল উত্তরটা 

একটা প্রশ্ন নিশ্চয় অনেকবারই শুনেছেন, সেটা হল ডিম আগে এসেছে নাকি মুরগি? এই প্রশ্নের উত্তর কারও কাছে ছিল না।

আমরা AI-র কাছেও এই প্রশ্ন রেখেছিলাম। উত্তরে যা পাওয়া গেছে, তাতে এই ধাঁধার সমাধান করে দিতে পারে।

প্রশ্নের উত্তরে চ্যাটজিপিটি বলেছে, এই প্রশ্নটি দর্শন ও বৈজ্ঞানিক বিতর্কের একটি অংশ।

উত্তরে AI বলেছে, বর্তমান মুরগির পূর্বপুরুষরাও ডিম দিত। সেই হিসেবে বলা যায় ডিম আগে এসেছে। সেখান থেকেই মুরগির জন্ম হয়েছে।

AI জানিয়েছে এমনও হতে পারে, যে ডিম থেকে মুরগি বা মোরগের জন্ম হয়েছে, তা অন্য কোনও পাখির দেওয়া ডিম। যা সময়ের পরিবর্তনের কারণে আজকের মুরগি হয়েছে।

অর্থাৎ, বর্তমানে যাদের আমরা মুরগি বা মোরগ বলি, তারা অন্য কোনও পাখির পরিবর্তিত রূপ।

সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে। আজকের মুরগি সেই পরিবর্তনের ফল।

এর ভিত্তিতে বলা যেতে পারে ডিম প্রথম এসেছিল।