BY- Aajtak Bangla
14 JULY, 2024
জোঁক। নামটি শুনলেই ভয় লাগে। মাছ, পাখি এমনকী মানুষেরও মানুষেরও রক্ত চুষে খায় জোঁক।
বিশেষ করে বর্ষাকালে জোঁকের উপদ্রব বাড়ে। জোঁক রক্ত খেতে মানুষের গায়ে ছিদ্র করে। সেই ছিদ্র থেকে রক্তপাত হয়। তাই জোঁক থেকে সাবধান থাকা উচিত।
জোঁক শুধু যে পাহাড় বা জঙ্গলে পাওয়া যায় না, বাড়িতেও ঘাপটি মেরে বসে থাকে। এমনকী বাসা বাঁধে।
বাড়িতে জল রাখার পাত্রের গায়ে জোঁক জন্মাতে পারে। তাই জল রাখার পাত্র ভালো করে পরীক্ষা করুন।
বাড়ির আশপাশে জলাজমি থাকলে সেখানেও জোঁক জন্মাতে পারে। সেই জোঁক বাড়িতে ঢোকার সম্ভাবনা থাকে।
বাড়ির ভিতর বাগান থাকলে জোঁক জন্মানোর সম্ভাবনা খুব বেশি। সেজন্য বাগান ভালো করে দেখা উচিত।
প্রাপ্তবয়স্ক জোঁক বাগানের স্যাঁতসেঁতে জায়গায় ডিম পাড়তে পারে। এছাড়াও বাড়ির নর্দমাতেও।
বাথরুম, বারান্দা, স্যাতসেঁতে দেওয়াল দেখে রাখুন। চেষ্টা করুন যাতে বাড়িতে স্যাঁতসেঁতে কোনও জিনিস না থাকে।
বাড়িতে নতুন কোনও গাছ আনলে ভালোভাবো পরীক্ষা করে নিন। কারণ নার্সারির গাছে জোঁক থাকে।