BY- Aajtak Bangla

চীনারা সবচেয়ে বেশি এই প্রাণীর মাংস  খায়! শুনে অবাক  লাগবে

3 NOVEMBER 2025

অনেক সময়ই চীনের মানুষদের খাবারের ধরণ নিয়ে অনেক আলোচনা হয়। অনেকে বিশ্বাস করে সেখানকার মানুষ সাপ ইত্যাদি অনেক খায়।

তবে সত্যিটা আসলে অন্য। জানুন চীনারা কোন মাংস সবচেয়ে বেশি খায়?

স্ট্যাটিস্তার একটি প্রতিবেদন অনুসারে, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাংসের বাজার রয়েছে। এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম।

চীনে সবচেয়ে বেশি শুয়োরের মাংস খাওয়া হয়। এই দেশের মানুষ ৫৫ শতাংশই এই মাংস খায়।

এরপরে সেই তালিকায় রয়েছে মুরগির মাংস। এখানকার মানুষের খাওয়া মাংসের মধ্যে ২৭ শতাংশ হল চিকেন।

ভেড়ার মাংস রয়েছে তিন নম্বরে। ভেড়ার মাংসও চীনারা খুব খেতে পছন্দ করেন।

এরপরে, রয়েছে গরুর মাংস। এখানে, ১২% মাংস গরুর মাংস খায়।

এছাড়াও উপকূলীয় অঞ্চলে সামুদ্রিক খাবারের প্রবণতা রয়েছে। আবার কিছু মানুষ সাপও খায়। তাদের সংখ্যা খুবই কম।