BY- Aajtak Bangla
2 OCTOBER, 2024
বাড়িতে অনেকে শিবপুজো করে থাকেন। সোমবারকে শিবের বার বলা হয়।
কমবেশি প্রায় সব ঠাকুরঘরে শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়। কেউ সাদা শিবলিঙ্গ রাখেন কেউ কালো।
কিন্তু গৃহস্থ বাড়িকে দুই রঙের শিবলিঙ্গ রাখা যায় না। তাতে অমঙ্গল হয়।
বাড়িতে সব সময় কালো রঙের শিবলিঙ্গ রাখা উচিত। তবেই মঙ্গল হয়।
মন্দিরে সাদা শিবলিঙ্গ থাকতেই পারে। বা প্রতিষ্ঠা করা যেতে পারে। কারণ সাদা শিবলিঙ্গ হল রুদ্রমূর্তির প্রতীক।
তাই শান্তির প্রতীক কালো শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত। কালো শিবলিঙ্গ পুজো করতে কঠোর নিয়ম কানুন না মানলেও চলে।
সাদা শিবলিঙ্গ পুজো করতে অনেক নিয়ম কানুন মানতে হয়। যেগুলো বাড়িতে পালন করা সম্ভব নয়।
তবে সাদা বা কালো যে শিবলিঙ্গই পুজো করুন না কেন, বেলপাতা অবশ্যই দেবেন।
টমেটোতে এমন অনেক উপাদান পাওয়া যায় যা স্মৃতিশক্তি বাড়ায়।