BY- Aajtak Bangla

ঢেকুর তোলাকে ইংরেজিতে কী বলে? বিরাট বিরাট শিক্ষিত লোকও জানেন না

14 SEP, 2024

খাবার খাওয়ার পরে জল খেলে আমরা ঢেকুর তুলি। এটি সাধারণ বিষয়।

এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে পেটে তৈরি গ্যাস মুখের মাধ্যমে নির্গত হয়।

তবে, অতিরিক্ত ঢেকুর তোলা ভাল লক্ষণ নয়। পেটে গ্যাস হলে বেশি ঢেকুর ওঠে।

অতিরিক্ত অ্যালকোহল সেবন, হজমের সমস্যা, মশলাদার খাবার বা ধূমপান এই সমস্যা সৃষ্টি করতে পারে।

ঢেকুর একটি স্বাভাবিক শারীরিক ক্রিয়া, যা হজমের পাশাপাশি গ্যাস অপসারণ করতে সহায়তা করে।

তবে আপনারা কি জানেন ঢেকুরের ইংরেজি  কী?

অনেকেই জানেন না এটা সাধারণ বিষয়।

তাহলে জেনে নিন ঢেকুরকে ইংরেজিতে কী বলে।

ঢেকুরকে ইংরেজিতে বলে-belch, belching, burp, burp, burping, eructation.