BY- Aajtak Bangla
9 July 2025
বর্ষাকালে বাড়িতে সবথেকে বেশি সাপের উৎপাত হয়। কারণ সাপ এই সময় আশ্রয় খোঁজে। খাবারের সন্ধানে বের হয়।
ঘরের কোণে, বাগানে, ঝোপঝাড়ে, এমনকী বিছানাতেও সাপ দেখা যায় কখনও সখনও।
সাপের মোকাবিলা করতে না পেরে বা অসাবধানতা বশত কেউ কেউ প্রাণও হারান। সাপ দেখার পর প্রথমেই কী করা উচিত তা বুঝতে পারেন না বেশিরভাগজনই। আসুন জেনে নিই সাপ ঘরে ঢুকে বসে থাকলে কী করা উচিত।
যদি বাড়ির ভিতরে সাপ দেখতে পান তাহলে উত্তেজিত হবে না। প্রথম কাজ হবে নিজেকে শান্ত রাখা।
একটা কথা মনে রাখবেন, আপনি যদি সাপের ক্ষতি করার চেষ্টা না করেন তাহলে সাপ আপনাকে কামড়াবে না। তাই এমন কিছু করবেন না যাতে সাপ বিরক্ত হয় বা নিরাপত্তাহীনতায় ভোগে।
সাপটিকে খুব কাছ থেকে দেখতে যাবেন না। সাপের দিকে এগিয়ে যাওয়া উচিত না।
সাপকে খবরদার আঘাত করবেন না। এতে সাপ আরও বেশি আক্রমণাত্মক হতে পারে। কামড়েও দিতে পারে।
সাপ দেখার পরপরই বাড়ির বাকি সদস্যদের সতর্ক করুন। যেখানে সাপ আছে সেখানে যেন কেউ না যায়, সেটা নিশ্চিত করতে হবে।
যদি আশপাশে এমন কেউ থাকেন যিনি সাপ ধরতে পারেন, তাঁকে খবর দিন বা বনবিভাগে ফোন করুন। সম্ভব হলে সাপটি যাতে বাড়ি থেকে নিরাপদে বেরিয়ে যেতে পারে সেই রাস্তা করে দিন।