4 NOVEMBER, 2024
BY- Aajtak Bangla
বাড়িতে হঠাৎ হঠাৎ বিড়াল এসে হাজির হয়। তারপর সেই বিড়াল আবার চলেও যায়।
কোনও কোনও ক্ষেত্রে বিড়াল এসে থাকতে শুরু করে। কোনও কোনওটা আবার একবার আসার পর আর আসে না।
=
যদি বাড়িতে কালো বিড়াল হঠাৎ চলে আসে তাহলে তা শুভ বলে মনে করা হয় না। এতে অমঙ্গল হতে পারে।
=
তবে বাড়িতে যদি কালো বাদে যে কোনও রঙের বি়ড়াল আসে তাহলে তা শুভ। সংসারে শান্তি আসে।
বাড়িতে বিড়াল যদি বাচ্চা দেয় তাহলে তা শুভ। বাড়িতে অর্থের সমাগম হতে পারে। সেই ইঙ্গিত আনে।
তবে বিড়ালের কান্না মোটেও শুভ নয়। ঘরে বিড়াল কাঁদলে তা অশুভ। শুভকাজে বাধা পড়তে পারে। সেই ইঙ্গিত দেয়।
কালো বাদে যে কোনও বিড়াল বাড়িতে শুভ বলে মনে করা হয়।
বাড়িতে সাদা বিড়াল থাকলে তাদের কখনও তাড়াতে নেই। তাহলে অমঙ্গল হয়।
দুই বা তার বেশি বিড়াল যদি বাড়িতে মারামারি করে তাহলে তা শুভ নয়।
একইসঙ্গে বাড়িতে যদি কোনও বিড়াল মারা যায় বা মারা যাওয়ার আগে আশ্রয় নেয় তাহলে তা অশুভ বলে মনে করা হয়।