BY- Aajtak Bangla
9 May 2025
বাস্তুশাস্ত্র মতে, কাক শুধুই একটি পাখি নয়—এটি অনেক সময় কিছু বিশেষ সংকেত দেয়।
কাকের ডাকা বা বসার ধরনে জীবনের নানা দিকের ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে বলে বিশ্বাস।
যদি কাক বারবার বাড়ির ছাদে বসে, তাহলে তা কোনও সংবাদ বা অতিথির আগমনের ইঙ্গিত হতে পারে।
বাস্তুশাস্ত্র বলে—যদি কাক বাড়ির মূল ছাদে বসে ও ডাকতে থাকে, তবে শীঘ্রই কেউ আসতে পারে।
কিছু বিশেষ দিনে কাকের ছাদে বসা আর্থিক লাভ বা বকেয়া টাকা ফেরত আসার লক্ষণ।
যদি কাক কেবল একদিকে মুখ করে দীর্ঘক্ষণ বসে থাকে, তা বাড়িতে দুশ্চিন্তা বা ঝামেলার সংকেত হতে পারে।
কাককে পিতৃপুরুষদের দূত হিসেবে ধরা হয়। তাই তার উপস্থিতি ancestral spirit-এর বার্তা বহন করতে পারে।
শ্রাদ্ধ বা অমাবস্যার দিন কাকের উপস্থিতি শুভ বলেই ধরা হয়। খাবার গ্রহণ করলে আত্মার শান্তি হয় বলে বিশ্বাস।
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির পশ্চিম বা দক্ষিণ দিকের ছাদে কাক বেশি বসলে তা শুভ নয়—সতর্কতা প্রয়োজন।