19 March 2025
BY- Aajtak Bangla
স্বপ্ন নাকি সত্যি হয় না। এই ধারণা ঠিক নয়। স্বপ্নও সত্যি হয় বৈকি কখনও সখনও।
এমন অনেক স্বপ্ন আছে যেগুলো সত্যি হয় বলে বিশ্বাস করা হয়। এই স্বপ্ন দেখলে আবার হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকে।
কেউ যদি স্বপ্নে দেখেন তিনি কোনও উঁচু স্থানে উঠছেন, যেমন গাছ, পাহাড়ের চুড়়ো ইত্যাদি তাহলে তাঁর অর্থপ্রাপ্তি হতে পারে।
স্বপ্নের মধ্যে অনেকে কাঁদেন। অনেকে মনে করেন সেই কান্না খারাপ কোনও ইঙ্গিত বহন করে।
কিন্তু বাস্তবে তা নয়। কান্নার স্বপ্নকে শুভ বলে মনে করা হয়। জীবনে উন্নতি আসন্ন সেটাই প্রমাণ করে কান্না।
অনেক উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্নও শুভ। এই স্বপ্ন দেখলে আর্থিক সঙ্কট কেটে যায়।
দেবতার পুজো করতে দেখেন অনেকে স্বপ্নে। এই স্বপ্নের অর্থ হল আপনার উপর ভগবানের কৃপা বর্ষিত হবে।
যদি কখনও দেখেন যে ঠান্ডা জলে স্নান করছেন তবে আপনার ভালো সময় আসতে চলেছে।
এই স্বপ্ন দেখার অর্থ হল আপনি ধনবান হবেন। আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে