BY- Aajtak Bangla

ইঞ্জিনিয়ারকে বাংলায় কী বলে? বেশিরভাগ লোকই জানেন না

15 SEP, 2024

এই যুগে যেখানে প্রযুক্তি বিশ্বকে দখল করেছে, আর সেখানে বিরাট ভূমিকা রাখছেন ইঞ্জিনিয়ররা।

ইঞ্জিনিয়ারিং একটি বিশাল ক্ষেত্র। যিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তিনি হলেন ইঞ্জিনিয়ার।

আজকাল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক বিভাগ। সেই হিসেবে নানা বিষয়ে নানা ধরনের ইঞ্জিনিয়ার।

কেউ সিভিল ইঞ্জিনিয়ার, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ অটোমোবাইল ইঞ্জিনিয়ার তো কেউ সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার।

কে কোন ইঞ্জিনিয়ার হবেন তা নির্ভর করে স্পেশালাইজেশন এবং B.Tech এর সময় ট্রেড বেছে নেওয়ার ওপরে।

আচ্ছা, ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ার, দুটোই তো ইংরেজি শব্দ।

কখনও কি ভেবেছেন যে ইঞ্জিনিয়ার কে বাংলায় কী বলা হয়?

তাহলে চলুন জেনে নেওয়া যাক।

ইঞ্জিনিয়ারিং (Engineering)-কে বাংলায় প্রকৌশল বলা হয়। আর ইঞ্জিনিয়ারকে (Engineer) বাংলায় বলা হয় প্রকৌশলী।