BY- Aajtak Bangla

ফুলসজ্জার রাতকে ইংরেজিতে কী বলে? বেশিরভাগ লোকই জানে না

3 SEP, 2024

বিয়েতে বেশ কিছু নীতি রেওয়াজ আছে। পাকা দেখা, গায়ে হলুদ, বিয়ে, বাসর রাত, বউভাত ও ফুলসজ্জা।

আজকাল আবার মেহেন্দি ও সংগীতের অনুষ্ঠানও বিয়ের রীতিতে ঢুকে পড়েছে।

বিয়ের ইংরেজি তো Marriage অথবা Weeding। সেটা আমরা প্রায় প্রত্যেকেই জানি।

এছাড়াও গায়ে হলুদকে Turmeric Ceremony বা Haldi Ceremony বলা হয়।

আজকাল বউভাতের অনুষ্ঠানকে Wedding Reception বলা হয়।

কিন্তু আপনি কি জানেন যে ফুলসজ্জার রাতকে ইংরেজিতে কী বলা হয়?

না জানলে জেনে নিন। আমরা বলছি এই ইংরেজি কী।

ফুলসজ্জার রাত থেকে বিয়ের পর বর ও কনে প্রথমবার একসঙ্গে থাকা শুরু করেন।

তাই ফুলসজ্জার রাতকে ইংরেজিতে Nuptial Night।