30 May, 2023

BY- Aajtak Bangla

গরমে স্বস্তি পেতে চুমুক 'Virgin Mojito'তে, সে কেন 'Virgin' জানেন?

গরমের সময় নরম পানীয়ের মধ্যে মোহিতো খাওয়ার মজাই আলাদা। আর মোহিতোর মধ্যে ভার্জিন মোহিতো সকলেরই খুব প্রিয়।

ভার্জিন মোহিতো-তে আপনি অনেক ধরনের ফ্লেভার পাবেন কিন্তু জানেন কী কেন মোহিতোর আগে কেন ভার্জিন লেখা হয়। আসুন এর কারণ জেনে নিই।

আসলে যে সব ড্রিঙ্কসে মদ বা অ্যালকোহল মেশানো হয় না সেগুলিকেই ভার্জিন নাম দেওয়া হয়।

ভার্জিন শব্দটি মকটেলের ইতিহাসের সঙ্গে যুক্ত রয়েছে। যেই মকটেলগুলিতে অ্যালকোহলের জায়গায় জিঞ্জার অয়েল, জিঞ্জার বিয়ার বা টনিক বাটার-এর মতো ফ্লেভারের মিক্সচার ব্যবহার করা হয়ে থাকে।

এই পানীয়গুলিকে ভার্জিন (virgin quenchers) কোয়েনচার্স বলা হয়ে থাকে।

যদিও 'virgin' শব্দ শুধুমাত্র মোহিতো পর্যন্তই সীমাবদ্ধ নয়। এটা ছাড়াও এরকম অনেক ড্রিঙ্কস রয়েছে যার আগে 'virgin' শব্দ ব্যবহার করা হয়।

স্ট্রবেরি ও লাইম জুস দিয়ে তৈরি ড্রিঙ্ক যা Virgin Daiquiri নামে পরিচিত, সেটাও তালিকায় রয়েছে। অপরদিকে Bloody Mary ড্রিঙ্কের অপর নাম Virgin Mary।

এররকম অনেক ড্রিঙ্কস রয়েছে যা টনিক বাটার ও ফ্রুট ফ্লেভার মিশিয়ে তৈরি করা হয় আর সেগুলির নামের শুরুতেও Virgin শব্দ ব্যবহার করা হয়েছে।