BY- Aajtak Bangla

মেয়েরা ইন্টারনেটে সবচেয়ে বেশি কী সার্চ করে, জানলে ঘাবড়ে যাবেন

12 Jan, 2024

মেয়েদের মন বোঝা নাকি ভগবানেরও অসাধ্য!’ আসলে মেয়েদের অনেক বিষয়ই জানা নেই।

মেয়েদের মন জয় করতে চাইলে তাদের মন বোঝা জরুরি। এর জন্য মেয়েদের পছন্দ অ-পছন্দ সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই ছেলেদের জানা দরকার।

মেয়েরা নিজেদের সৌন্দর্যের বিষয়ে সবচেয়ে বেশি সচেতন বা সতর্ক। তাই তাদের অনলাইন সার্চেও রয়েছে সৌন্দর্য্য রক্ষা, ত্বকের যত্ন সংক্রান্ত নানা খুঁটিনাটি প্রশ্ন।

মেয়েদের গোপন অনলাইন সার্চে সবচেয়ে বেশি প্রশ্ন তাদের মুখ, ত্বকের অবাঞ্ছিত লোম সংক্রান্ত। 

মেয়েদের গোপন অনলাইন সার্চের আর একটি চর্চিত বিষয় হল ত্বকের বলিরেখা মুক্তির সহজ এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন উপায়। 

মেয়েরা তাদের চুল নিয়েও যথেষ্ট খুঁতখুঁতে। ঘন লম্বা চুল কীভাবে পাওয়া যায় বা এর যত্ন নেওয়ার ঘরোয়া উপায় সংক্রান্ত প্রশ্নের উত্তর খুঁজতে বারবার নেট ঘাঁটাঘাঁটি করে তারা।

কোঁকড়ানো চুলের যত্ন কীভাবে নেওয়া যায়, চুল পড়া কমানোর জন্য কোন কোন ঘরোয়া উপায় সবচেয়ে নিরাপদ ইত্যাদি বিষয় জানাতে মেয়েরা উৎসুক।

চোখের মেক-আপ সংক্রান্ত নানা খুঁটিনাটি প্রশ্নও যেমন নানা ধরনের আই শ্যাডো, আই ল্যাশ ইত্যাদি সম্পর্কে বারবার সার্চ করে মেয়েরা।

মেয়েরা ট্যাটু করার বিষয়েও বেশ কৌতুহলি! ট্যাটুর ঝুঁকি কতটা ইত্যাদি নানা উত্তর অনলাইনে সার্চ করে মেয়েরা।

এছাড়াও, ঋতুর সমস্যা, অবাঞ্ছিত গর্ভধারণ রোধের নানা খুঁটিনাটি বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর পেতে বারবার নেট ঘাঁটাঘাঁটি করে মেয়েরা।