28 March, 2025

BY- Aajtak Bangla

v

শরীরের এই সব জায়গায় কুকুর চাটলে হতে পারে মৃত্যুও

অনেকেই বাড়িতে কুকুর পোষেন। কুকুরকে আদরও করেন তাঁরা।

কাছাকাছি আসলেই কুকুর চাটে। কিন্তু তাদের প্রেম প্রকাশ মারাত্মক হতে পারে। এটা কীভাবে বিপজ্জনক?

কোনও মানুষকে কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হতে পারে। তেমন কুকুর চাটলেও লালার মাধ্যমে ভাইরাস ঢোকে শরীরে।

একবার ভাইরাস মানবদেহে প্রবেশ করলে বাঁচা কঠিন হয়ে ওঠে।

কুকুর শরীরের কোনও ক্ষত আঁচড়ায় বা চাটলে ব়্যাবিস ভাইরাস লালার মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।

কুকুরের মুখে চুম্বন করার সময় লালা মুখে প্রবেশ করলে ভাইরাস ঢোকে শরীরে।

তাই কুকুরকে যে কোনও জায়গায় চাটতে দেবেন না।  

কুকুর থেকে দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষ করে বাচ্চাদের কুকুর থেকে দূরে রাখুন।

কুকুর চাটলে জলে ধুয়ে সাবান বা স্যাভলন দিয়ে পরিষ্কার করুন।

ক্ষতস্থানে কুকুর চাটলে ডাক্তারের কাছে যান।