16 JANUARY, 2025

BY- Aajtak Bangla

বিড়াল রাস্তা কাটলে কি বিপদ হয়? জানুন কী বলছেন প্রেমানন্দ মহারাজ

গোটা জীবনে প্রতেকেই অনেক কুসংস্কার শুনে বা পালন করে বড় হয়েছি। কখনও জেনেছি, এক শালিক দেখা ভাল না।

আবার কখনো শুনতে হয়েছে এক চোখ দেখা ভাল না। এইরকম অনেক প্রকার কুসংস্কার সবার ভিতর রয়েই গেছে।

বিড়াল নিয়ে অনেকের মনে অনেক রকমের কুসংস্কার রয়েছে। শুধু ভারতেই না ভারতের বাইরেও বিড়ালকে কেউ শুভ মনে করলেও অনেকে অশুভ মনেও করেন।

অনেকে আবার মনে করেন রাস্তা দিয়ে চলার সময় বিড়াল রাস্তা কাটলে নাকি হয় ঘোর অমঙ্গল। সেটা যদি আবার কালো বিড়াল হয় তো আর কথাই নেই।

বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে তার এক ভক্ত এই প্রশ্ন করেন যে বিড়াল রাস্তা কাটলে কি অশুভ হয়? 

এই প্রশ্নের উত্তর প্রেমানন্দ মহারাজ খুব সুন্দর ভাবেই ব্যাখা করেছেন।

প্রেমানন্দ মহারাজ বলেছেন বিড়াল বা অন্য কোনো প্রানী আপনার রাস্তা কাটলে আপনার কোনো ক্ষতির কোনো শঙ্কা নেই। কারণ তা জাগতিক।

ঈশ্বর সকল জীবের ভিতরে বিরাজমান। ফলে রাস্তা দিয়ে কোনো প্রানী রাস্তা কাটলে তা ভয়ের কিছু নেই। এতে ভাগ্য খারাপ হয় না।

সেই ভক্ত আবার বলেন যে তাহলে বিড়াল রাস্তা কাটলে কী করা উচিত? প্রেমানন্দ মহারাজ বলেন, ঈশ্বরের নাম নিয়ে রাস্তায় চলা উচিত।