BY- Aajtak Bangla

চোখে লেবুর রস ঢুকে গেছে? ৫ উপায়ে মিলবে আরাম

19 April, 2025

রান্না করতে গিয়ে বা খাবারে লেবুর রস মেশাতে গিয়ে অনেক সময় হঠাৎই লেবুর কিছু ফোঁটা চোখে পড়ে যায়।

তখনই শুরু হয় চোখে অস্বস্তি, চোখ জ্বালা।

অনেকেই ভাবেন, ঠাণ্ডা জল দিয়ে চোখ ধুলেই সমস্যা মিটে যাবে। এতে কিছুটা আরাম মেলে চিকিৎসকদের মতে এটি সাময়িক।

লেবুর রসে থাকে উচ্চমাত্রার অ্যাসিড, যা চোখে গিয়ে ক্ষতি করতে পারে। এমনকি দৃষ্টিও ঝাপসা হয়ে যেতে পারে কিছু সময়ের জন্য।

চলুন, জেনে নিই চোখে লেবুর ঢুকলে কী করবেন।

চলুন, জেনে নিই চোখে লেবুর ঢুকলে কী করবেন।

চোখ খুলে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন – যত তাড়াতাড়ি সম্ভব।

অপরিষ্কার কাপড় বা তোয়ালে দিয়ে চোখ মোছা যাবে না – ইনফেকশনের ঝুঁকি বাড়ে।

চোখ কিছুক্ষণ বন্ধ করে বিশ্রাম দিন – এতে একটু আরাম পাওয়া যেতে পারে।