6 MAY, 2025
BY- Aajtak Bangla
টিকটিকি প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যায়।
অনেকেই টিকটিকিকে ভয় পান।
অনেকেই বিশ্বাস করেন যে এতে বিষ থাকে।
অনেকেই ভাবেন যদি টিকটিকি তাদের কামড়ায় তাহলে কী হবে।
টিকটিকি কামড়ালে মানুষের মৃত্যু হয় না, তবে সংক্রমণের সম্ভাবনা থাকে।
এর কামড় সংক্রমণের কারণে তীব্র ব্যথা, জ্বালাপোড়া, চুলকানি, ফোলাভাব এবং উচ্চ জ্বরের কারণ হতে পারে।
এছাড়াও বমি বমি ভাব এবং বমির মতো সমস্যাও দেখা দিতে পারে।
তবে কিছু প্রজাতির টিকটিকি অত্যন্ত বিষাক্ত, তাদের কামড়ের ফলে শ্বাসকষ্ট হয়।