BY- Aajtak Bangla
28 January 2025
আমাদের চারপাশে যেসব পাখি সচরাচর দেখা যায়, তার মধ্যে অন্যতম হল পায়রা।
অনেক সময়ই বাড়ির জানলা, বারান্দা, কার্নিশে পায়রাকে বসে থাকতে দেখা যায়।
ঘরের কার্নিশে পায়রা বসা শুভ না অশুভ, কী ইঙ্গিত দেয়...
বাস্তু মতে, পায়রা অত্যন্ত শুভ পাখি। ঘরে পায়রা এলে শুভ শক্তির সঞ্চার হয়।
ঘরের কার্নিশে পায়রা বসলে সুখ-সম্পদ বাড়ে। . .
ঘরে পায়রা এলে অশুভ শক্তি দূর হয়। নেতিবাচক শক্তি বিলীন হয়ে যায়। . .
পায়রাকে জল, খাবার দিলে ঘরে সুখ-শান্তি বজায় থাকে।
তবে ঘরে পায়রা এলে দুর্ব্যবহার করবেন না। যত্ন করলেই মঙ্গলময় হয় সংসার।