11 June, 2025
BY- Aajtak Bangla
হিন্দুরা বিশ্বাস করে, গরুকে রুটি খাওয়ানো অত্যন্ত শুভ। দেবতাদের সন্তুষ্ট করে এবং গ্রহগুলিকেও শক্তিশালী হয়।
কিন্তু গরুকে গুড় এবং বাসি রুটি খাওয়ানো কি শুভ? কী বলছে জ্যোতিষ।
বাসি রুটিতে গুড় খাওয়ালে কী হয়? অনেকেই গরুকে অবশিষ্ট খাবার এবং বাসি রুটি দেন।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গরুকে বাসি রুটি খাওয়ানো ভুল। কেন?
গরুকে অবশিষ্ট বা বাসি খাবার দিলে গ্রহ দুর্বল হয়। ভাগ্য সহায় হয় না।
গরুকে তাচ্ছিল্য করে রুটি দেবেন না। বরং ভক্তিভরে মন থেকে খাওয়ান। জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে।
বাসি রুটির সঙ্গে গুড় দেবেন না। তাজা রুটি তৈরি করুন। বাসি রুটির সঙ্গে গুড় দিলে ব্যর্থতা আসে।
অস্বাস্থ্যকর জায়গায় রুটি খাওয়াবেন না। আপনার জীবনে সমস্যা তৈরি করতে পারে।
গরুকে পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় রুটি বা খাবার খেতে দিন। নোংরা জায়গায় নয়।
গরুকে রুটি দেওয়ার আগে স্নান করুন। গরুতে দেব-দেবীর বাস করেন।