BY- Aajtak Bangla
23 May 2025
বাস্তুশাস্ত্র অনুসারে নারকেল গাছ শুধু সৌন্দর্যই নয়, শুভ শক্তিও আনে। জানুন এর উপকারিতা।
নারকেল গাছ
এই গাছকে পবিত্র ও দেবতাদের প্রিয় বলা হয়। হিন্দু ধর্মে নারকেল অনেক শুভ কাজে ব্যবহৃত হয়।
পবিত্রতা
নারকেল গাছ বাড়িতে রাখলে নেগেটিভ এনার্জি দূর হয়। বাড়ির পরিবেশ শান্ত ও সুখকর হয়।
ইতিবাচক শক্তি
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে নারকেল গাছ থাকলে অর্থাগম ভালো হয়।
অর্থ ও সমৃদ্ধি
উত্তর-পূর্ব কোণে এই গাছ লাগালে তা বিপদ ডেকে আনতে পারে। সঠিক দিক জানা জরুরি।
জায়গা নির্বাচনে সতর্ক
বাড়িতে এক বা দুইটি নারকেল গাছ রাখাই ভালো। অনেক গাছ হলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অতিরিক্ত ভালো না
অনেক সময় নারকেল গাছে অস্বাভাবিক ফুল-ফল দেখলে বর্ষার ইঙ্গিত পাওয়া যায়।
বৃষ্টির বার্তা
পুজো-পার্বণে নারকেল অপরিহার্য। তাই বাড়িতে এই গাছ থাকলে তা ধর্মীয়ভাবে শুভ।
পুজোয় ব্যবহৃত হয়
এই গাছ তাপ হ্রাস করে, বাড়িতে ঠান্ডা পরিবেশ বজায় রাখে।
পরিবেশবান্ধব
বাড়িতে নারকেল গাছ রাখলে শান্তি, সমৃদ্ধি ও শুভ শক্তি বজায় থাকে। তবে সঠিক দিকে লাগানো জরুরি।
শেষ কথা