27 JUNE, 2024
BY- Aajtak Bangla
বাড়িতে টিকটিকি থাকা কি শুভ? বাস্তু বিশেষজ্ঞরা বলছেন...
বাড়িতে টিকটিকি থাকা শুভ। টিকটিকি আপনার অনেক কিছুকে পরিবর্তন করতে পারে।
প্রায় সব বাড়িতেই টিকটিকি থাকে! কিন্তু বাড়িতে টিকটিকি থাকলে কি আদৌ কোনও প্রভাব পড়ে?
বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি টাকা গোনার সময় বা টাকা রাখার সময় টিকটিকি টিক টিক করে আওয়াজ শুনতে পান, তাহলে বুঝতে পারবেন আপনার অর্থ ভাগ্য ফিরবে।
ঘরে যদি মরা টিকটিকি থাকে বা দেখতে পান তাহলে এটি কিন্তু আপনার জন্য একেবারেই সুখ নয়।
তাই তাড়াতাড়ি মারা যাওয়া টিকটিকিকে কোন মাটির মধ্যে পুঁতে দিন।
কোন কাজে যাওয়ার আগে বা কোন পরীক্ষায় যদি সফল হতে চাইলে, যদি দেখেন কোন দুটো টিকটিকি মারামারি করছে তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন।
এমনটা হলে কিন্তু এটি আপনার জন্য অশুভ সংকেত বয়ে আনবে।
যদি আপনার গায়ে টিকটিকি পড়ে, তাহলে বুঝবেন আপনি সম্মানিত হতে চলেছেন খুব তাড়াতাড়ি।
এই কারণেই বাস্ত বিশেষজ্ঞরা বলছেন, ঠিকই আপনার জন্য অত্যন্ত শুভ তাই বাড়িতে যদি টিকটিকি থাকে টিকটিকিকে মেরে ফেলবেন না।
টিকটিকি ছোট ছোট পোকামাকড় খেয়ে আপনার ঘরের পরিবেশকে অনেক ভালো রাখে।
Related Stories
তাওয়ার উপর তন্দুরি চিকেন বানান, রইল সহজ রেসিপি
আতপ vs সেদ্ধ চাল, কোনটা বেশি স্বাস্থ্যকর জানুন
লঙ্কা-রসুন এভাবে দিলেই বেগুন পোড়ার স্বাদ বাড়বে, শিখে নিন
টয়লেটে ফোন ব্যবহার করেন নাকি? কী ক্ষতি করছেন জেনে রাখুন