04 APRIL 2025
BY- Aajtak Bangla
অনেকে বাড়িতে বিড়াল পোষেন। বিড়াল পোষার খরচ কম, এদের লালন-পালনে পরিশ্রম করেত হয়।
আবার বাড়িতে বিড়াল পুষলে মন সবসময় ভালো থাকে। বিড়াল খুব ভালো সঙ্গী হয়।
বাড়িতে একাকীত্বের শিকার হলে একটা পোষ্য বিড়াল থাকলে আপনার সময় কেটে যাবে। বিড়াল মিশুকে হলে তো কথাই নেই। মনে প্রশান্তি এনে দেয় বিড়াল।
তবে বিড়াল নিয়ে অনেকে মিথ্যে ধারণা আছে। শুভ, অশুভ নিয়ে অনেকে বিড়াল নিয়ে নানা মতে বিশ্বাস করেন।
অনেকে মনে করেন বিড়ালের কান্না খুব অশুভ। তবে আদতে কী তাই?
খুব প্রাচীন কাল থেকে এই বিশ্বাসকে মান্যতা দেওয়ার পিছনে একটি বৈজ্ঞানিক প্রমাণও আছে। তা হল বিড়াল মানুষ ও অন্য প্রাণীর মৃত্যু আগাম বুঝতে পারে।
তবে এও বিশ্বাস করা হয়, খুব ভোরে ঘুম থেকে উঠে বিড়াল দেখা খুবই শুভ। তবে এর অর্থ বাড়িতে আসতে চলেছে।
রাস্তায় সাদা বিড়াল দেখা গেলে, তা সাফল্যের ইঙ্গিত দেয়।