18 January, 2025
BY- Aajtak Bangla
v
স্তন ক্যান্সার এখন ক্রমবর্ধমান। স্তনের কোষে বাসা বাঁধে এই ক্যান্সার।
স্তনের কোষগুলি নিয়ন্ত্রণের বাইরে বাড়তে শুরু হলে ক্যান্সার শুরু হয়। মহিলাদের বেশি হলেও পুরুষদের ক্ষেত্রেও বিরল নয়
আক্রান্ত মহিলাদের বেশিরভাগেরই বয়স ৫০ বছরের বেশি। অল্প বয়সীরাও আক্রান্ত হতে পারেন।
স্তন ক্যান্সারের লক্ষণ হল- স্তনে ব্যথাহীন পিণ্ড। সেই পিণ্ডের আকারে হঠাৎ বৃদ্ধি।
উভয় স্তনে কোনও পিণ্ড বা ফোলা। স্তনবৃন্ত থেকে স্রাব বা চারপাশে ফুসকুড়ি।
স্তন ক্যান্সার নিয়ে কিছু মিথ আছে। যেমন ভুল মাপের ব্রা পরলে কি স্তন ক্যান্সার হতে পারে?
যাঁদের স্তন বড় তাঁদের ক্যান্সারের ঝুঁকি বেশি। এটাও মিথ্যা। বড় স্তনের সঙ্গে ক্যান্সারের যোগ নেই।
তবে শরীরের ওজন বেশি হলে ক্যান্সারের ঝুঁকি বেশি। তাই মহিলাদের ওজন নিয়ন্ত্রণ করা দরকার।
টাইট ব্রা বা ব্রা পরলে কি স্তন ক্যন্সার হয়? ডাক্তাররা বলছেন, এটা ভুল কথা। ব্রা-এর সঙ্গে ক্যান্সারের যোগ নেই।
পরিবারের কারও স্তন ক্যান্সার হলে ঝুঁকি বাড়তে পারে এমন ধারণাও ভুল।