7 JULY 2025

BY- Aajtak Bangla

বিয়ে নয়, বাড়িতে প্রজাপতি আসার আসল কারণ জানেন?

ফুলের মধু সংগ্রহ করে প্রজাপতি। সেই প্রজাপতিই অনেক সময়ে ঢুকে যায় বাড়িতে।

অনেকে বিশ্বাস করেন প্রজাপতি এলে বা গায়ে বসলে বিয়ে হয়। সত্যিই কি তাই?

শাস্ত্রে রয়েছে, প্রতিটি জীবই কিছু শুভ এবং কিছু অশুভ লক্ষণ নিয়ে আসে।

যদি বাড়িতে হঠাৎ প্রজাপতি আসে তা অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

হিন্দু ধর্মে প্রজাপতিকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয়।

প্রজাপতি এলে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে বলেই বিশ্বাস করা হয়। এটিকে সুখের প্রতীক বলে বিশ্বাস করা হয়।

যদি বাড়িতে প্রজাপতি আসে, বাস্তু মতে তার অর্থ শীঘ্রই কোনও ইচ্ছেপূরণ হতে চলেছে।

ঘরে হলুদ প্রজাপতি ঢোকার অর্থ ধন, সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি।

নীল প্রজাপতি এলে সুখ ও শান্তি আসে। লাল প্রজাপতি ঢুকলে শক্তি ও আর্থিক উন্নতি হয়।