7 October, 2023
BY- Aajtak Bangla
বেশিরভাগ বহুতল বিল্ডিং-এ এখন লিফট আছে। সেই লিফটেই মানুষ যাতায়াত করে থাকেন।
কিন্তু যদি কখনো মাঝরাস্তায় লিফট বন্ধ হয়ে যায় এবং আপনি আটকে যান তাহলে কী হবে?
এই পরিস্থিতিতে ভয় পাওয়া খুব স্বাভাবিক ব্যপার। কিন্তু আপনি যত ভয় পাবেন তত সমস্যায় পড়বেন।
এই কয়েকটি বিষয় আপনার মাথায় রাখতে হবে। জেনে নিন কী কী।
লিফট বন্ধ হয়ে গেলে এবং আলো নিভে গেলে আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দিতে হবে।
প্রথমেই বোঝার চেষ্টা করতে হবে যে লিফট কোন তলায় আছে। লিফট খোলার জন্য কোন বাটন আছে কিনা খুঁজতে হবে। দুই দিকে তির চিহ্ন দেওয়া একটি বাটন থাকে। সেটা লিফটের দরজা খোলার বাটন।
লিফটের দরজা খোলা সম্ভব না হলে অ্যালার্ম বাজানোর চেষ্টা করতে হবে। লিফটের ভিতরের স্পিকারের সাহায্যে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করতে হবে।
এগুলো সম্ভব না হলে লিফটের দরজা ধাক্কা দিতে হবে। লিফটের দরজা বাইরে থেকে খোলা সহজ। ধাক্কা দেওয়ার আওয়াজ শুনে কেউ না কেউ দরজা খুলে দেবে।
এছাড়াও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন দেখতে হবে যে লিফটে ওঠার সময় লিফট মেঝের সঙ্গে সমতল আছে কিনা।
ছোট ছেলেমেয়ে যাতে একা লিফটে না ওঠে সেটা খেয়াল রাখতে হবে।