12 SEP, 2024
BY- Aajtak Bangla
হাতপাখা তৈরি ও ব্যবহারের ইতিহাস বহু প্রাচীন। প্রায় তিন হাজার বছর আগেও হাতপাখার প্রচলন ছিল।
তৎকালীন রাজাদের সিংহাসনের দুই পাশে ময়ূরের পালক বা রেশমি কাপড়ের তৈরি পাখা হাতে বাতাস করার প্রচলন ছিল।
আগে বেত, বাঁশ, তালগাছের ডাল, তালের পাতা বা কাপড় দিয়ে হাতপাখা তৈরি করা হলেও আধুনিক সময়ে প্লাস্টিকসহ অন্যান্য বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি হাতপাখা পাওয়া যায়।
এসব হাতপাখাতে বিভিন্ন কারুকাজও করা হয়ে থাকে যা নকশি পাখা নামে পরিচিত।
শীতের মাঝামাঝি সময়ে তালপাতার পাখা তৈরির কাজ শুরু হয়ে থাকে, যা গরম কাল পর্যন্ত স্থায়ী হয়।
কেবল তালপাতা দিয়েও পাখা তৈরি করা যায়, এতে অতিরিক্ত হিসেবে কেবল সুতোর প্রয়োজন হতে পারে। যদিও সুতা ছাড়াও তালপাতার পাখা তৈরি সম্ভব। একটি তালপাতা থেকে একাধিক পাখা তৈরি করা যায়।
কিন্তু আপনারা কি জানেন হাতপাখার ইংরেজি কী?
সাধারণত পাখাতে আমরা ফ্যান বলি, ইংরেজিতে Fan লেখা হয়।
তাই হাতপাখার ইংরেজি হওয়া উচিত Hand Fan।