BY- Aajtak Bangla
25th February, 2025
অফিস কিংবা কলেজ যাওয়ার জন্য অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাওয়ার সময় মেয়েদের কাছে পেল্লাই সাইজের ব্যাগ থাকে।
আর সেই ব্যাগে থাকে কয়েকটি অতি প্রয়োজনীয় জিনিস।
আপাত ভাবে তুচ্ছ বলে মনে হলেও, জিনিসগুলি অত্যন্ত জরুরি। মজার কথা, বেশির ভাগ মেয়েদের ব্যাগে প্রায় একই জিনিস থাকে।
আসুন জেনে নিই মেয়েদের ব্যাগে ঠিক কী কী থাকে।
মেয়েদের ব্যাগে থাকে পার্স, ফোনের চার্জার বা পাওয়ার। এই দুটো থাকবেই।
মেয়েদের ব্যাগে স্যানিটারি ন্যাপকিন রাখা অত্যন্ত জরুরি। কারণ অনেক সময়ই সময়ের আগেই পিরিয়ড হয়ে যায়।
এছাড়াও কিছু জরুরি ওষুধপত্র অনেকে রাখেন। ওষুধের সঙ্গে করোনার পর এখন হ্যান্ড স্যানিটাইজারও রাখে।
বেশিরভাগ মেয়েই নিজেদের চুলের প্রতি যত্নশীল। তাই ব্যাগে চিরুনি, হেয়ারব্যান্ড, গার্ডরা, ক্লিপ ইত্যাদি থাকতেই হবে।
মেকআপ মানে কিন্তু গোটা মেকআপ বক্স নয়। লিপস্টিক, লিপবাম, কমপ্যাক্ট পাউডার, অ্যান্টিসেপ্টিক ক্রিম, ছোট সানস্ক্রিন লোশন, পারফিউম ব্যাগে রাখেন মেয়েরা।
সেফটিপিন কিংবা টিস্যুর মতো সাধারণ জিনিস যে কতটা প্রয়োজনীয়, তা কেবল মেয়েরাই জানেন।
চশমা ও সানগ্লাস ছাড়া বাইরেই বেরোতে পারেন না মেয়েরা।