BY- Aajtak Bangla
28 Jan 2025
মানুষ মাত্রেরই দুর্লবতা থাকে। সেটা ছেলে হোক বা মেয়ে। তবে মেয়েদের দুর্বলতার ব্যাপারে ছেলেরা কম জানে।
মেয়েরা যে দুর্বল হয় তা অনেকেই জানেন না। বেশ কিছু ক্ষেত্রে তারা খুব দুর্বল হয়।
একজন মেয়েরও সঙ্গীর প্রয়োজন হয়। এটাই প্রকৃতির নিয়ম। তাই একজন ছেলেই শুধু একজন মেয়েকে চায়, এমনটা নয়। উল্টোটাও সত্যি।
অনেকে মনে করেন, মেয়েরা শুধুমাত্র সুদর্শন পুরুষকেই ভালোবাসেন। এটাও ঠিক ধারণা নয়। মেয়েরা সৎ ও চরিত্রবান পুরুষদের বেশি করে চান।
মেয়েদের কখনও টাকা পয়সা, দম্ভ দিয়ে জেতা য়ার না। ভালোবাসা হল একমাত্র জিনিস যার কাছে নতি স্বীকার করে মেয়েরা। চায়।
মেয়েরা খুব ইমোশনাল আর আবেগপ্রবণ হয়ে থাকে। তাদের মন ছেলেদের তুলনায় কোম
মেয়েরা কোনও কথা বেশিক্ষণ চেপে থাকতে পারেন না। তাদের পেট আলগা হয়।
মেয়েদের আবেগ বেশি তবে সেই আবেগকে তারা দমিয়েও রাখতে পারে। একজন ছেলে যেভাবে মেয়ের প্রতি আকৃষ্ট হয় একজন মেয়েও তাই।
তবে একজন ছেলে আকর্ষণকে নিয়ন্ত্রণ করতে পারে না। একজন মেয়ে আকর্ষণকে নিয়ন্ত্রণ বা নিজের বশে রাখতে পারে।
সম্মান খুব ভালোবাসে মেয়েরা। তাদের যারা সম্মান করে মেয়েরা তাদের প্রতিই বেশি আকৃষ্ট হয়ে থাকে।