17 OCtober, 2024
BY- Aajtak Bangla
যুগে যুগে বদলাচ্ছে প্রেমের ধরন। আধুনিক যুগে প্রেম আরও আড়ালে নেই বরং খোলামেলা।
একটা সময় ছিল চিঠি। এল SMS। এখন হোয়াটসঅ্যাপ। প্রেমপ্রকাশের মাধ্যমও বদলাচ্ছে।
জেন জি মানে ২০০০ সালের পরে যাঁদের জন্ম তাঁরাও নতুন ভাষায় গভীর প্রেম করছে।
দুটি শব্দ খুব ঘোরাফেরা করছে এখন। তা হল 'সফট লঞ্চ' এবং 'হার্ড লঞ্চ'।
আসলে এই দু'টি হল নতুন প্রজন্মের প্রেমের শর্ত। অধিকাংশ মানুষই এর অর্থ জানেন না।
সফট লঞ্চ মানে কী? সফট লঞ্চ আসলে সোশ্যাল মিডিয়ার শব্দ।
ফেসবুক, ইনস্টাগ্রামে প্রেমের সম্পর্কে থাকার কথা ঘোষণা করছেন। অথচ পার্টনারের নাম জানাচ্ছেন না। এটা সফট লঞ্চ।
সোশ্যালে ছবি দিচ্ছেন তাঁর হাতের বা পায়ের। কিন্তু নাম জানাচ্ছেন না। এটাও সফট লঞ্চ। এটা পছন্দ ছেলেদের।
সঙ্গীর পরিচয় ও ছবি প্রকাশ করে খুল্লামখুল্লা ভালোবাসার ঘোষণা দেওয়াই হার্ড লঞ্চ।
'হার্ড লঞ্চ' পছন্দ মেয়েদের। কারণ এতে সম্পর্কের বিশ্বাসযোগত্যা বাড়ে বলে তাঁদের ধারণা। ছেলেদের ডুবে ডুবে জল খাওয়ার প্রবণতা কমে।