BY- Aajtak Bangla
বাংলা ভাষায় একটি অতিপরিচিত শব্দ হল ‘আটপৌরে’। আমাদের দৈনন্দিন কথাবার্তায় আটপৌরের মতো এমন অনেক শব্দই আমরা যথাযথ উৎস এবং অর্থ না জেনেই ব্যবহার করি।
আমরা বলি আটপৌরে শাড়ি, আটপৌরে জীবন, আটপৌরে ভাষা প্রভৃতি।
প্রশ্ন হল আটপৌরে শব্দের প্রকৃত অর্থ কী?
বাংলা ভাষায় কীভাবে আটপৌরে শব্দটি স্থান করে নিয়েছে?
আটপৌরে বাংলা শব্দ। এটি বিশেষণ পদ। আটপৌরে শব্দের অর্থ হল সর্বদা ব্যবহারের উপযুক্ত। পোশাকি নয় এমন বা সাধারণ। আনুষ্ঠানিক বা ফরমাল নয় এমন।
যে শাড়িটি সারাদিন পরে থাকা যায়, সেটিকে ব্যাকরণিকভাবে বলে আটপৌরে অর্থাৎ অষ্টপ্রহর পরিধেয় এমন।
এক প্রহর সমান হল ৩ ঘণ্টা। ২৪ ঘণ্টা সমান ৮ প্রহর। তাই আটপ্রহর বা অষ্টপ্রহর সমান হল এক দিন।
আটপৌরে শাড়ি বস্তুত শব্দটি এসেছেও সর্বক্ষণ পরে থাকা যায় এমন শাড়ি বোঝাতে।
যে শাড়িটা প্রায় সারাদিন পরে থাকা হয়, বিশেষ করে বাড়ির কাজে, তাকেই আটপৌরে বলা হয়। আটপৌরে মানে অতি সাধারণ।