25 November 2023

BY- Aajtak Bangla

বিড়িকে ইংরেজিতে কী বলে? বেশিরভাগ লোকই জানেন না

আমাদের দেশে বহু লোক বিড়ি খান। সাধারণত গ্রামের লোকেরা বেশিরভাগ বিড়ি খান।

বিড়ির দাম কম, তাই দেশের বেশিরভাগ মানুষই বিড়ি খান।

তবে খুব কম লোকই জানেন এটিকে ইংরেজিতে কী বলা হয়। চলুন জেনে নেওয়া যাক।

অনেকে বিড়িকে হাতে বানানো সিগারেটও বলে থাকেন। বিড়ি বানানো বেশ সহজ। যার কারণে গ্রামীণ মহিলারা বাড়িতেই তৈরি করে স্থানীয়ভাবে বিক্রি করেন।

তামাক সরাসরি কাগজ বা পাতায় মুড়ে বিড়ি তৈরি করা হয়।

বিড়ি ভারতে খুব জনপ্রিয় হওয়া সত্ত্বেও, অনেকেই জানেন না ইংরেজিতে একে কী বলে।

আপনিও যদি এর উত্তর না জানেন, তাহলে আজ আমরা আপনাদের বলব ইংরেজিতে বিড়িকে কী বলে।

আমরা যদি ইংরেজিতে লেখার কথা বলি, ভারতে বিড়ি অনেকভাবে লেখা হয়। এটি BIDI, BIRI এবং BEEDI হিসাবে লেখা হয়।

কিন্তু, ইংরেজিতে একে বলা হয় Bidi-e। হ্যাঁ, বিড়িকে ইংরেজিতে এভাবেই লেখা হয়।