3 January, 2025
BY- Aajtak Bangla
ব্রা মহিলাদের দরকারি অন্তর্বাস। কিন্তু BRA-এর ফুল ফর্ম অনেকেই জানেন না।
BRA আসলে একটি সংক্ষিপ্ত রূপ। এটি একটি ফরাসি শব্দ থেকে এসেছে।
ব্রা শব্দের প্রকৃত অর্থ হল 'শিশুর অন্তর্বাস'। যা পরে মহিলাদের অন্তর্বাসে রূপান্তরিত হয়।
১৮৯৩ সালে নিউইয়র্কের ইভনিং হেরাল্ড সংবাদপত্র প্রথম এই শব্দের ব্যবহার করে।
ব্রা-কে ইংরেজিতে বলে Brassiere (ব্রেসিয়ার)। যা ফরাসী শব্দ brassière থেকে এসেছে। কিন্তু ব্রা ফুল ফর্ম কী?
ব্রা-এর আরেকটি পূর্ণ রূপ রয়েছে। তা হল- ব্রেস্ট রেস্টিং এরিয়া (BRA-Breast Resting Area)।
১৯০৪ সালে জনপ্রিয় হয়ে ওঠে যখন মার্কিন DeBevoise সংস্থা ব্রা-এর বিজ্ঞাপন দেয়।
ব্রা-এর বাংলাও রয়েছে। ব্রা-কে বাংলায় বলে বক্ষবন্ধনী। অর্থাৎ যা বক্ষকে বেঁধে রাখে।
১৯০৭ সালে ভোগ ম্যাগাজিন প্রথমবার 'ব্রেসিয়ার' শব্দটি ছাপায়।
১৯৩০-এর দশকে এসএইচ ক্যাম্প কোম্পানি কাপ মাপের ব্রা আনে। A থেকে D মাপের ব্রা তৈরি হয়।