BY- Aajtak Bangla
27 September 2024
বিয়ে যে কারও জীবনে একটা বিশেষ অধ্যায়। বিশেষ মুহূর্ত।
বিয়ের পর অনেকেই নানা জায়গায় ঘুরতে যান।
বিয়ের পর নবদম্পতির ঘুরতে যাওয়ার রীতি রয়েছে। যা হানিমুন নামে পরিচিত।
হানিমুনে কেউ পাহাড়ে বেড়াতে যান,আবার কারও সমুদ্র পছন্দ। ।
ইদানীং ব্যস্ত সময়ে অনেকেই বিয়ের পর পর হানিমুনে যেতে পারেন না। তাই পরে যান। . .
হানিমুন যে কোনও দম্পতির কাছেই খুব স্পেশাল হয়। . .
হানিমুন মানেই রোম্যান্টিক ব্যাপার। হানিমুনকে বাংলায় কী বলা হয় জানেন কি... . .
হানিমুনের বাংলা হল মধুচন্দ্রিমা।