BY- Aajtak Bangla
28 November 2024
লবঙ্গ আমাদের নানা কাজে লাগে। রান্নায় লবঙ্গ দিলে স্বাদ বেড়ে যায়।
আবার লবঙ্গ আমাদের দাঁতের জন্য খুব ভাল। লবঙ্গ চিবেলো দাঁত ভাল থাকে।
লবঙ্গ দিয়ে নানা রকম মিষ্টিও বানানো হয়।
আবার ঘরে লবঙ্গ রাখলে পোকামাকড়ের উপদ্রব কমে যায়।
লবঙ্গ দিয়ে অনেক রকম টোটকাও উপকারী। কোনও শুভ কাজে বেরোনোর আগে মুখে লবঙ্গ রাখলে ভাল ফল পাওয়া যায়। . .
লবঙ্গ এত কাজে লাগে। লবঙ্গের ইংরেজি কী? . .
লবঙ্গকে ইংরেজিতে কী বলা হয়, তা অনেকেই জানেন না। আবার অনেকে সঠিক উত্তরটি জানেন না।
লবঙ্গকে ইংরেজিতে clove বলে। আবার অনেকে lobongo লেখেন। তবে সঠিক উত্তরটি হল clove.