11 MAY, 2024
BY- Aajtak Bangla
ফ্রেন্ডশিপ ম্যারেজের মাধ্যমে তারা সমাধান খুঁজে পেয়েছে। তাহলে জেনে নিন এই ফ্রেন্ডশিপ ম্যারেজের ব্যাপারটা ঠিক কী?
এই বিয়েতে দম্পতির মধ্যে প্রেমও হবে না, সম্পর্কও তৈরি হবে না। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৫০০ জন বন্ধুত্বপূর্ণ বিয়ে করেছেন।
এতে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আড্ডা দিতে পারেন কিন্তু সমস্যা শেয়ার করতে পারবেন না।
বন্ধুত্ব বিবাহ এমন একটি চুক্তি যেখানে দম্পতি বৈধভাবে বিবাহিত থাকেন তবে তাঁদের মধ্যে রোমান্টিক সম্পর্কের মতো কিছুই থাকে না।
এ ধরনের বিয়েতে তাঁরা একসঙ্গে থাকুক বা না থাকুক তা নির্ভর করে দম্পতির ওপর। চাইলে একসঙ্গে বা আলাদা থাকতে পারেন।
যদি আপনারা দুজনেই সম্মতিতে সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তাহলে কৃত্রিম উপায়ে সন্তানের জন্ম দিতে পারেন।
বন্ধুত্বের বিয়ে সম্পর্কে, কেউ কেউ বলেন যে এটি জীবনসঙ্গীর মতো নয়, রুমমেটের সঙ্গে থাকার মতো।
বন্ধুত্বের বিয়ের আগে দম্পতিরা একসঙ্গে অনেক সময় কাটায় এবং তাদের জীবনের মুহূর্তগুলি ভাগ করে নেন। তাঁরা কীভাবে একসঙ্গে খাবেন, কীভাবে ঘরের খরচ ভাগ করবেন, কীভাবে ঘরের কাজ করবেন সেসব পরিকল্পনা করেন।