10 January 2025
BY- Aajtak Bangla
সাধারণ জ্ঞান মানুষকে প্রতিদিন নতুন কিছু শেখায়। প্রচলিত এমন কিছু শব্দ আছে, যার অর্থ বা পুরো নাম অনেকেরই অজানা।
কী কারণে একটি শব্দ তৈরি হয়েছে বা সেই শব্দের পুরো অর্থ কী তা ভাবনাচিন্তাই করেন না বহু মানুষ।
এই যেমন কনডম। ইংরেজিতে এই শব্দটিরও পুরো নাম আছে।
গত পাঁচ দশক ধরে কন্ডোমের ব্যবহার বেড়েছে। তার আগে গর্ভ নিরোধ করা নিয়ে মানুষের মধ্যে বিশেষ মাথাব্যথা ছিল না।
সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। তবে কনডম শুধু গর্ভনিরোধক হিসেবেই নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতে ব্যবহার করা হয়।
তবে অনেকে যৌনতার সময় তৃতীয় বস্তুর বাধা ভালো লাগে না। তবুও জীবন বাঁচাতে এটি ব্যবহার করা উচিত।
কনডমের বাংলা নাম বা অর্থ হল 'নিরোধ'। তবে কনডমেরও আছে ফুলফর্মও। কী তা? জেনে নিন।
Quora-এই এক ব্যবহারকারীর মতে Condom-এর পুরো নাম হল Control on natural drops if man's leakage.
এছাড়া, Condom-এর আরেকটি নাম হল prophylactic sheath.