BY- Aajtak Bangla

NASA ফুল ফর্ম কী? অনেকেই  জানেন না

23 November, 2024

NASA কী? NASA মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা। মহাকাশ নিয়ে নানা ধরনের গবেষণা ও অভিযান চালনা করে।

NASA-র পুরো নাম NASA-র পুরো নাম হল National Aeronautics and Space Administration

নামকরণের কারণ NASA নামটি এসেছে "Aeronautics" এবং "Space" শব্দদ্বয় থেকে, যার মাধ্যমে আকাশ ও মহাকাশ বিষয়ক গবেষণার প্রতিফলন ঘটে।

NASA কবে প্রতিষ্ঠিত হয়? NASA ১৯৫৮ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকে মহাকাশ গবেষণায় NASA গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

NASA-র লক্ষ্য NASA-র মূল লক্ষ্য হল মহাকাশ ও বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করা এবং বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা।

NASA কেন তৈরি হয়েছিল? ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল। তারপরেই মহাকাশ গবেষণায় প্রতিযোগিতা শুরু হয়। এর পরপরই আমেরিকা NASA গঠন করে।

NASA-র প্রথম মিশন NASA-র প্রথম সফল মিশন ছিল "Mercury Project"। এই মিশনেই মানুষকে প্রথমবার মহাকাশে পাঠানো হয়।

Apollo মিশন Apollo 11 মিশনে নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম পদক্ষেপ রাখেন। NASA-র এই মিশন বিশ্বকে চমকে দেয়।

NASA-র বর্তমান কাজ NASA বর্তমানে চাঁদ, মঙ্গল ও অন্যান্য গ্রহে গবেষণা করছে। এর মধ্যে "Artemis" এবং "Mars Rover" মিশনও আছে।

NASA-র ভবিষ্যত NASA-র লক্ষ্য হল ভবিষ্যতে মঙ্গলে মানব অভিযান চালানো এর পাশাপাশি মহাকাশে আরও উন্নত গবেষণা চালিয়ে যাওয়া।