13 April, 2024
BY- Aajtak Bangla
ছোটো থেকেই বাচ্চাদের শেখানো হয় যে মানুষের শরীরে সাধারণত আট ধরনের রক্ত হয়। সেগুলি হল এ, বি, ও, এবি পজিটিভ ও নেগেটিভ।
তবে আপনাকে যদি বলি যে আপনার জানা এই তথ্যটি একেবারেই ভুল? হ্যাঁ, এই আটটি রক্তের গ্রুপ ছাড়াও আরও একটি রক্তের গ্রুপ রয়েছে। যা এই পৃথিবীতে প্রায় বিরল বললেই চলে।
সারা পৃথিবীর প্রায় ৮ বিলিয়ন মানুষের মধ্যে মাত্র ৪৫ জনের মধ্যে এই ব্লাড গ্রুপ দেখা যায়। এই রক্তের অধিকারী সারা পৃথিবীর মধ্যে মাত্র ৯ জন ব্যাক্তি রক্তদান করতে পারবেন।
এই রক্তটির বিশেষত্ব হল এই রক্তটি কাউকে দেওয়া যায় না, এমনকি এই ব্লাডটি প্লেটও করা যায় না। এই কারণে এই রক্তটি বিশ্বের সবচেয়ে দামী রক্ত মানা হয়। যাদের দেহে আরএইচ ফ্যাক্টর শূণ্য তাদের দেহেই একমাত্র এই রক্ত পাওয়া যায়।
আরএইচ ফ্যাক্টর হল একটি বিশেষ ধরনের প্রোটিন, যা লোহিত রক্তকণিকায় পাওয়া যায়। যদি আরবিসিতে এই প্রোটিন উপস্থিত থাকে তাহলে রক্ত পজিটিভ হয়।
আর যদি আরবিসিতে প্রোটিন উপস্থিত না থাকে তাহলে রক্তের আরএইচ নেগেটিভ হবে। তবে এই বিশেষ ধরণের রক্তে প্রোটিন উপস্থিত থাকে না তাই আরএইচ সর্বদা শূন্য হয়।
১৯৬০ সালে প্রথম এই রক্ত আবিষ্কৃত হয়। বিরলতার জন্য এই রক্তকে 'গোল্ডেন ব্লাড' বলা হয়। সাধারণত আমেরিকা, জাপান, ব্রাজ়িল ও কলম্বিয়া তে এই ব্লাড গ্রুপের মানুষ দেখতে পাওয়া যায়।
তবে এই রক্তের অধিকারী মানুষদের মধ্যে রক্তাল্পতার সমস্যা দেখা যায়। তাই তাদের আয়রন সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খাওয়া উচিত।
বিরলতম এই রক্তের নাম হল Rhnull। তবে একে golden blood ও বলা হয়।