05 JUNE 2025
BY- Aajtak Bangla
বাঙালির প্রিয় দীপুদার একটি হল এই পুরী।
বাঙালিরা ছুটি পেলেই পুরী বেড়াতে যান।
পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি সমুদ্র পর্যটককে টানে।
পুরীর জগন্নাথ ধাম, স্বর্গদ্বার, মাসির বাড়িতে ভিড়় জমান পর্যটকেরা।
পুরীর সমুদ্রের পারে বসে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেওয়া যায়। পুরীর সমুদ্রে স্নান করারও আলাদা তৃপ্তি রয়েছে।
কিন্তু জানেন কি পুরীর ওপারে কী আছে?
বঙ্গোপসাগরের একটি সৈকত পুরী। তবে এর বিপরীতে রয়েছে আস্ত একটা দেশ।
যারা জানেন না, তারা জেনে নিন। পুরীর সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর গিয়ে মিশেছে ভারত মহাসাগরে।
পুরীর সমুদ্রের ওপারে যে দেশ বা মহাদেশ রয়েছে তা হল আন্টার্টিকা মহাদেশ।