24 MAY 2025

BY- Aajtak Bangla

দিঘার ওপারে কী আছে? বাংলার ৯৯% মানুষের অজানা

অনেক সময় আমাদের মনে অনেক প্রশ্নই আসে না। ফলে তার উত্তরও অজানা থেকে যায়।

চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ ভালো না হলে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবেন না।

এই প্রশ্নগুলি কঠিন নয়। অনেক সহজ প্রশ্নের উত্তর জানা থাকে না। সাধারণ জ্ঞানের পাশাপাশি এগুলি জেনে রাখাও জরুরি।

তাই এমন কিছু প্রশ্নের উত্তর জেনে রাখা জরুরি।

এর মধ্য়ে একটি প্রশ্ন হল দিঘার ওপারে কি রয়েছে?

বাঙালির পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম হল দিঘা। বাঙালির দিপুদার একমাত্র 'দি' এই দিঘা।

ছুটি পেলেই দিঘায় ঘুরতে যান বাংলার অধিকাংশ মানুষ।

দিঘার সমুদ্রের ওপারে কী আছে জানা আছে কি? না জানা থাকলে জানুন।

বঙ্গোপসাগর লাগোয়া দিঘার ওপারে অন্য কিছু নয় রয়েছে একটি মহাদেশ। সেটি হল আন্টার্টিকা মহাদেশ।

জেনে অবাক হলেন তো? দিঘার সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর মিশেছে ভারত মহাসাগরে। এরপর রয়েছে শুধুই জল। এর বিপরীত একমাত্র স্থলভাগ হল আন্টার্টিকা।