BY- Aajtak Bangla

চন্দ্রগ্রহণ কাকে বলে? অনেক MA পাশ ছেলেমেয়েরাও বলতে পারবেন না 

17 September 2024

বুধবার এ বছরের চন্দ্রগ্রহণ। পিতৃপক্ষের প্রথম দিনে চন্দ্রগ্রহণের সাক্ষী হবেন সকলে।

জানা গিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৬টা ১১ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।

আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে সকাল ৭টা ৪২ মিনিটে। 

সকাল ৮টার পরে সর্বোচ্চ পর্যায়ে থাকবে চন্দ্রগ্রহণ। সকাল ১০টার পরে উপছায়া গ্রহণ শেষ হবে।

যেহেতু ভারতীয় সময় অনুযায়ী সকালে চন্দ্রগ্রহণ ঘটবে, তাই এ দেশে গ্রহণ দেখা যাবে না। . .

 কিন্তু চন্দ্রগ্রহণ কেন হয়? কাকে বলে এই গ্রহণ? অনেক এমএ পাশ ছেলেমেয়েরাও কিন্তু বলতে পারবেন না। . .

চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর অবস্থান চাঁদ এবং সূর্যের মধ্যে থাকে।

পৃথিবীর ছায়ার জন্য চাঁদে সূর্যের আলো পৌঁছোয় না, ফলে চাঁদকে তখন কিছু সময়ের জন্য দেখা যায় না। একেই চন্দ্রগ্রহণ বলে।